ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে জাতীয় শোকদিবস পালন

East Delta University honors the legacy of Bangabandhu Sheikh Mujibur Rahman

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। 

১৫ আগস্ট সোমবার ভোরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১১টায় ইডিইউ স্থায়ী ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। এরপর তারা এক আলোচনা সভায় মিলিত হন। সভায় প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। 

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা। সহকারী অধ্যাপক তাবাসসুম চৌধুরীর স ালনায় এতে আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার সজল কান্তি বড়–য়া, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক ড. নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক ড. রকিবুল কবির, স্কুল অব আর্টসের অ্যাসোসিয়েট ডিন সহযোগী অধ্যাপক মুহাম্মদ শহীদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. ইসতিয়াক আজিজ, প্রক্টর মু. আসাদুজ্জামান প্রমুখ।